মনুষ্যত্ব গুহাবাসী
অজিত কুমার কর


উড়ে এল হঠাৎ একটা গোলা
এক নিমেষে সমস্ত ছারখার
শুধুই আগুন মৃত তারার ধোঁয়া
ঝলসে গেল অন্তিম চিৎকার।


অসময়ে পড়েই গেল ঝরে
কুঁড়ি থেকে ফুটল না আর ফুল
পড়ল চাপা গাছের যত ব্যথা
বেঁচে থাকা সমস্যাসঙ্কুল।


অস্থিরতা সীমান্তে সীমান্তে
রাষ্ট্রনেতার চরম আগ্রাসন
মনুষ্যত্ব এখন গুহাবাসী
পৃথিবীটা যেন রণাঙ্গন।


হিমবাহ কাঁদছে অবিরত
অশ্রুজলে ডুববে ভূমণ্ডল
শব হয়ে সব রইবে জলে ভেসে
মানুষ তোমার এটাই কর্মফল।


© অজিত কুমার কর