মৃত্যু তুমি সবুর কর
অজিত কুমার কর


ছেড়ে যেতে চায় না এ মন
বেশ তো সুখেই আছি,
মৃত্যু তুমি ডেকো না আর
না ডাক দিলেই বাঁচি।


'সময় হলে আসব আমি
ভবসাগর তীরে,
চিরশান্তি দেবো তোমায়
দুখ রবে না ঘিরে।'


প্রারব্ধ কাজ শেষ না করে
কী করে যাই বলো,
সবুর কর কয়েকটা দিন
এসেই বলছ চলো।


তুমি শুধু কাড়তে পার
দেওয়ার চেষ্টা করো,
চলার পথে অগ্রভাগে
প্রদীপ খানি ধরো।


তুমি নাকি শ্যামের সমান
লিখে গেছেন কবি
আমার জীবন কেড়ে নিলে
রইবে কেবল ছবি।


© অজিত কুমার কর