মাস্তুলের ছায়াটা
   বাড়তে বাড়তে
       চট করে কোথায়
          হারিয়ে গেল।


একনাগাড়ে
    গাড়ির আওয়াজ
           কানে আসছে।


জঙ্গম জীবন কখনও
    খোলসের মধ্যে
          আটকে থাকে না,
               বেরিয়ে পড়ে।


জোয়ারের জল এসে
     সিঁড়ির ধাপে
           আমাদের পা ছুঁল।


ডিঙিটাকে নোঙর করে
    মাছের ঝুড়ি নিয়ে
                   ত্রস্ত পায়ে
এগিয়ে আসছে ওরা।
পরপর আরও কয়েকটা
       নৌকা এসে ঠেকল।
           তরঙ্গে দুলতে থাকে
                       হালকা দেহ।


সাঁঝতারা ডুবুডুবু ।
    আমরা উঠতেই
        অন্য একজোড়া পাখি
             ঘুরপাক শেষে
শূন্যস্থান পূরণ ক’রল।


ডায়মন্ডহারবারের গলায়
         সহসা কে যেন
সহস্র আলোর মালা
                   পরিয়ে দিল।