এমন মুক্তি কে চায়


হাতে লাটাই, উড়ছে ঘুড়ি কেটে দিলাম সুতো
ভাসতে ভাসতে গাছের ডালে থমকে গেল গতি
এমন মুক্তি কে চেয়েছে ছিন্নভিন্ন দেহ
ঘটে গেল আকাশ-পাখির করুণ পরিণতি।


ভাঙবে পায়ের বেড়ি


মায়ের পায়ের ভাঙবে বেড়ি এটাই ছিল পণ
বিপ্লবীদের কার্যকলাপ সর্বদা গোপন।
রক্ত দিয়ে আনল তাঁরা দেশের স্বাধীনতা
মুক্তি পেল ভারতমাতা ঘুচল অপূর্ণতা।


#অজিত কুমার কর