*                  নববর্ষে আনন্দলহরি
                     অজিত কুমার কর


    এখন সবার পূর্ণ গোলা তাই রয়েছি খুশিতে
জিরেনকাটের খেজুর রসে ভিজাই গলা এই শীতে।
নলেন গুড়ের পায়েস মিঠাই নবান্নতে অবশ্য চাই
  যেমন তৃপ্তি নবান্ন দেয় পারে না তা কেউ দিতে।


    শীত মানে তো মটরশুঁটি মূলা গাজর ফুলকপি
মুড়ো দিয়ে ফুলকপি-ঝোল চোখের তারায় চকমকি।
      নদীর চরে চড়ুইভাতি নতুন বছর সবাই মাতি
  ক্ষেতখামারে স্কুলেও ছুটি ক'জন মিলে প্ল্যান ছকি।


     আজ সকালে যাচ্ছি দিঘা ট্রেনে মাত্র ঘন্টা দুই
    রান্না হবে সাগরতলে  হাত লাগাবে শমীক জুঁই।
ইলিশ ভাজা ইলিশের ঝাল পৌঁছে গেলাম সকাল-সকাল
কাজু বরফি কমলাভোগ চাইনা আমরা আর কিছুই।


খাওয়ার আগে সাঁতার কাটা ঢুকুক খানিক নোনতা জল
জোয়ার আসতে দেরি আছে কাঁকড়াগুলো তাই সচল।
ঢেউ এলে ঠিক লাফিয়ে উঠি উল্টে দেবে করলে ত্রুটি
উঠতে কি আর ইচ্ছে করে সাগর নিল দীপার  মল।