নবান্ন উৎসব
অজিত কুমার কর


রং ধরেছে সোনার মতো ধানের শিষে আর মনে
হেমন্ত দেয় হিমের পরশ নয় তা তেমন কনকনে।
ধান কেটে ধান নিয়ে যাওয়া
ভুলেই যাবে নাওয়া খাওয়া
সোনালি ধান উঠবে গোলায় কত রঙিন কল্পনা
সকালসকাল যাচ্ছে মাঠে
গান গেয়ে ধান ওরাই কাটে
দিনের শেষে কর্তাগিন্নির চলতে থাকে জল্পনা।
উপচে পড়া এ আনন্দ সুপ্ত থাকে মরমে
কখন আসে সেই শুভদিন উত্তেজনা চরমে।


পৌষ-অঘ্রান গ্রামবাংলায় আনন্দ আর সুখের মাস
সোনার ফসল উঠে গেলেই মিলবে তখন অবকাশ।
নতুন চালের পায়েস পিঠে
নলেন গুড়ে লাগবে মিঠে
বাটিভরা সুস্বাদু পদ কাঁসার থালায় গরম ভাত
পরম সুখে চলবে ভোজন
ভাবনাচিন্তা উধাও তখন
ঘরে ঘরে খুশির আমেজ গান-বাজনায় কাটবে রাত।
বারো মাসে তেরো পার্বণ নবান্ন তার বাইরে নয়
পরিতৃপ্তির হাসি মুখে সত্যিই বড় সুসময়।


© অজিত কুমার কর