*              নাভিকুণ্ডের খোঁজে
                অজিত কুমার কর


  শেষ জীবনে বৃদ্ধাবাসে, আপন গৃহে হয়নি স্থান
    ভেবেছিল কাটবে সুখে, জুটল শুধু অসম্মান।
               সব ছেলেরই বিশাল বাড়ি
                সবার বিলাসবহুল গাড়ি
মায়ের চলে আপন অর্থে, ভালোবাসায় ভীষণ টান।
                 ক্লান্ত দিয়া নিভে গেল
                 শ্মশানঘাটে পুত্র এল
  উচ্চ কণ্ঠে কীর্তনিয়া গাইছে বিদায় বেলার গান।
'পৃথিবীতে কেউ কারো নয় মিথ্যা মেকি মায়াডোর
  ছিন্ন হল সেইটুকুও, মুক্তি হলো আজকে তোর।'


চিতার আগুন নিভলে দেখে, পড়ে কেবল গরম ছাই
নাভিকুণ্ড কোথায় গেল, ছাইয়ের ভিতর কোথাও নাই।
               বিফল হল অনেক খুঁজে
                 পুত্র তখন চক্ষু বুজে
ঘোমটা মাথায় এক বুড়িমা, শুধায়, 'বাছা,কী তোর চাই?
             নাড়ির টান তো ছিল না তোর
                দুর্ভাবনায় এখন বিভোর!
আগেই বোঝা উচিত ছিল, ডাক এসেছে এবার যাই।'
তখনই সে তাকায় ফিরে, খাড়া এবার গায়ের চুল
উচিত শিক্ষা দিয়ে গেল, নয়কো এ তাঁর দেখার ভুল।


© অজিত কুমার কর