সূর্যকে তো যায় না ছোঁয়া কিন্তু ধরতে পারি ঘুড়ি
গাছে দুটোই লটকে আছে ধরার জন্য হুড়োহুড়ি।
সবার আগে উঠছি আমি আমার পিছে আরও দুজন
নাগাল পাওয়া ভীষণ কঠিন মগডালেতে নাচছে এখন।


বিফল হয়ে নামি সবাই গাছের নীচে জটলা জমে
ভোলা নকুল নীচেই ছিল টানবে ঘুড়ি যায়নি দমে।
ফুট পাঁচেকের কঞ্চি হাতে ভোলা হাসে কপট রাগে
ওটা দিয়ে কাজ হবে না বুঝে গেছি অনেক আগে।


গাছের ডালে সূর্য কোথায় সে তো এখন অস্তাচলে
গোধূলিও হারিয়ে গেল সবার চেষ্টা যায় বিফলে।
একে একে ফিরছি সবাই মন পড়ে রয় ঘুড়ির দিকে
খুব সকালে আসব আবার তখন যদি থাকে টিকে।


সকালসকাল উঠেই আমি পা পা করে যাই এগিয়ে
কাঠামোটা আছে ঠিকই কাজ হবে না আর নামিয়ে।
দেখেই মনটা বিগড়ে গেল কেন এমন মন্দ কপাল
একটা রাতের মধ্যে দশা জরাজীর্ণ করুণ বেহাল!