‘এ নয় তোমার কর্ম’ প্রায়শই বলে
এমন কী কাজ আছে পারে না মানুষ!
হতাশাব্যঞ্জক কথা ওরা কি বেহুঁশ?
প্রেরণা একটু পেলে অসমর্থ চলে।
বেড়ে যায় মনোবল বলার কৌশলে
উদ্দীপক আলোচনা চিত্ত রাখে খুশ
দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বাঁচে ফুসফুস
এগোয় নির্দিষ্ট পথে কাঁটাগুলো দলে।


সাহস জোগান দিলে জয় উপহার
কর্মক্ষমতার বৃদ্ধি অগ্রসর দেশ
স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ চলে অনিবার
সদর্থক বার্তাদান অপূর্ব সন্দেশ।
ঘাত প্রতিঘাতে ভরা মনুষ্যজীবন
বিমর্ষ কখনো নয় চাই দৃঢ় পণ।