নন্দী ভৃঙ্গি
অজিত কুমার কর


তেলে ও বেগুনে লেগেছে আগুন আর খাব না বেগুনি
সেদ্ধ ক'রব কাঠের আগুনে গাঁদালপাতা এখুনি
কুলেখাড়া নিমকুশি ভাজা খাব পেয়ে যাব মাঠে গাছে
ঘরের বাইরে গেলেই মিলবে জানি আনাচেকানাচে।


পেটের আগুন নেভায় খাবার দমকল ডাকব না
যতই বাড়ুক আনাজের দাম বাজারমুখী হব না।
গরুর মতোই ঘাসপাতা খাব কাঁচা নয় ঝলসানো
পেট খারাপের থাকবে না ভয় আমার কাছেই জানো।


লবনের দাম নাগালেই আছে ওটা না হলে চলে না
আম জাম লিচু যার যেটা আছে বিনিময় লেনাদেনা।
অচিরেই এর সুফল মিলবে দরদাম কমবেই
মুনাফালোভীরা জব্দ হবেই এ ছাড়া তো পথ নেই।


যা বলার বলো সামনাসামনি মুখ টিপে হাসি নয়
গরু হতে চাই হাসির কী আছে মোষও মন্দ নয়।
ঘুরব মাঠেই ঘুমোবো পথেই গাড়িঘোড়া থেমে যাবে
গায়ে হাত দিলে গুঁতিয়ে হটাবো উচিত শিক্ষা পাবে।


© অজিত কুমার কর