ইচ্ছে করে
একবার দার্জিলিং যাই,
এত কাছে তবু যেন কত দূর
আপশোশ নাই।


কতবার করেছে ফোন,
‘দিনকয় থেকে এভারেস্ট দেখে
যদি ভালো লাগে
থেকো শীত মেখে।


গরমে হাঁসফাঁস করো,
একটু স্বস্তি পেতে
এসো-না উত্তরে শৈলশহরে
হিমে ওঠো মেতে।’


না- যাইনি, হয়নি যাওয়া
এখনও পাই ফোন, তবে কম
হয়ত ভাবে, কী এমন ব্যস্ততা,
ফুরসত নেই একদম।


মাঠের শ্যামলিমায় আছি বেশ
ডাহুকের গুবগুব ডাক
সাঁঝবেলা আলপথে ঝিঁঝি রব
রাতে শেয়ালের হাঁক।


হৃদয়ে দেয় না নাড়া
পরমা, অবেলায় কেন আহ্বান
শুধু মনে হয় বারবার
পাহাড়ের বুকে নেই প্রাণ।