লুটল সবই জুলুম খাটিয়ে
রেখে গেল পরিচয় নির্মমতা দিয়ে।


কাষ্ঠখণ্ড শিশুর ভিতরে
নৃশংসতার চরম দৃশ্য এল গোচরে।


বস্তিবাসী তাই নেই প্রতিবাদ!
গুরুগ্রামে ঘটল আবার এমন অপরাধ।


যায়নি ভুলে আসিফাকে কেউ
মানবমনে কোথায় তেমন প্রতিবাদের ঢেউ!


বারে বারে বিকারের শিকার
আবার দেশের রাজধানিতে, দু’দুটো সরকার।


সুরক্ষাবল শুধুই কি ঘুমায়
নাকি কেবল ওদের জন্য, দেশের অর্থ ব্যয়।


সুকান্ত নেই গর্জাবে আর কে
শিশুর বাসযোগ্য ভূমি তৈরি করবে কে?


সব কুকর্মে জড়িত সেই নর
পিশাচ ওরা, মানুষরূপী জঘন্য ইতর।