কুসুম তখনি ফোটে ঋতুমতী হলে
কী অপূর্ব শোভা ধরে কামিনী কমলে।
সুবাস নির্গত হয় পুষ্প অঙ্গ থেকে
কেহ না রুখিতে পারে আবরণে ঢেকে।


দেবতা আসেন নেমে এই পৃথিবীতে
শান্তির বারতা নিয়ে মানবের হিতে।
অন্তরের পবিত্রতা দিতে পারে দিশে
কালিমালিপ্ত মানব আছে বেশ মিশে।


দু’গাছা সুতোয় যদি পবিত্রতা পেত
অশালীন আচরণ ঘটিত না এত।
কুসংস্কারাচ্ছন্ন মন, দরশনে বাধা
কী করে বিরাজমান দেউলে শ্রীরাধা!


প্রকৃতিকে অস্বীকার এত দুর্বিনীত
মালিন্য যাবে না উড়ে পোড়ালেও ঘৃত।
জননী-জঠর বিনা ধ্বংস হবে ধরা
এখনো সময় আছে জেগে ওঠো ত্বরা।