ওর দাপটে সবাই কাতর নামেনি কেউ আর সাগরে
জানলা দিয়ে মারছে উঁকি আটকে আছে এখন ঘরে।
এদের চোখেই আগুন ঝরে পায় না রেহাই বাল-যুবতি
মনের সুখে সাধ মিটিয়ে করছে তাদের চরম ক্ষতি।


তিতলি যেমন রুদ্ররুপী অমন কেন হয় না নারী
তাহলে তো রইতো দূরে ঘেঁসতো নাকো মুখোশধারী।
নারীখাদক ঘুরছে কত বোঝার কি আর উপায় আছে
মধুর মধুর গান শোনাবে, বুঝতে পারে কেউ না পাছে।


বলবে কথা মনভোলানো শুনেই শিশু পড়ছে ফাঁদে
শিকার ধরেই রক্ত চোষে এসব শুনে হৃদয় কাঁদে।
সব বয়সের মানুষ আছে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে
লক্ষ্য এদের নিম্নমুখী কুভাবনায় প্রহর কাটে।


ক’রছে যারা এ’অপরাধ দন্ড তাদের কেবল ফাঁসি
বয়স যেন না হয় বাধা, তারাই উগ্র সর্বগ্রাসী।
অতি দ্রুত শাস্তিবিধান এ’সব ক্ষেত্রে খুব জরুরি
দেখি শুধু টালবাহানা, কত সময় হচ্ছে চুরি।