নাতনির ফরমাশ
                -----অজিত কুমার কর


নাতনি বলে দাওনা লিখে একটা মজার ছড়া
আমায় নিয়ে লিখতে হবে, চলবে না মনগড়া।
কী দিয়ে দিই তোমার কানে দুপুরে সুড়সুড়ি?
যখন তুমি ঘুমে কাতর খোলা বিশাল ভুঁড়ি।


চমকে উঠে পাও না খুঁজে আমি তো নেই কাছে
ভেবে নিলে বোধহয় খুকু খাটের নীচে আছে।
আমি তখন ঘাপটি মেরে আছি ঘরের কোণে
তখন তোমার খবর এলো দূরভাষে রিংটোনে।


বিকেল বেলা যখন তুমি পাওনা খুঁজে লাঠি
বুঝতে তোমার হয় না দেরি খুকুরই কলকাঠি।
দুমুঠো না খাইয়ে দিলে পেট কি আমার ভরে?
দুষ্টুমিটা যতই করি হাসি ফোটাই ঘরে।


নিষেধ করে বাবা ও মা, গাঙবিছুটি যেন!
দাদু কিন্তু যাচ্ছে রেগে, শুধাই আমি, কেন?
দাদুর ঘুমের ব্যাঘাত ঘটাও, নিদ্রা করো চুরি
জব্দ করে খুব মজা পাও, দেখাও বাহাদুরি!