নেতাজি সুভাষচন্দ্র দুঃসাহসী বীর
প্রজ্বলিত অগ্নিশিখা গলাবে শৃঙ্খল
ভারতমাতার ডাক, দৃঢ় মনোবল
জীবনমরণ পণ মোছাবে সে নীর।
বৃটিশের কাছে কভু নোয়াবে না শির
নিজহস্তে গড়া ফৌজ সংকল্পে অটল
প্রমীলাবাহিনী সাথে কে বলে দুর্বল
বাধার প্রাচীরগুলো অচিরে চৌচির।


পরাধীনতার গ্লানি কুরে কুরে খায়
সশস্ত্র বিপ্লব ছাড়া আসিবে না জয়
গান্ধির অহিংস নীতি, নেই তাঁর সায়
নেতাজি উদ্বিগ্ন বড়, হতোদ্যম নয়।
আপন বাহিনী ছাড়া পাশে কেউ নেই
তাহলে স্বাধীন হ’তো অনেক আগেই।