স্বাধীনতা আনবে তুমি করেছিলে অঙ্গীকার
চেয়েছিলে শুধুই রক্ত চাওনি তুমি কিছুই আর।
দেশমাতার পায়ে শিকল বড়ই ব্যথা সন্তানের
অবিলম্বে ভাঙতে হবে বিকল্প পথ নেইকো এর।


বিপ্লবীদের গুপ্ত খবর দেশের লোকই ক’রল ফাঁস
পদলোভী অর্থগৃধ্নু শাসক শ্রেণির কৃতদাস।
দমানো কি যায় কখনও এগোয় দেশের যুবকদল
উজ্জীবিত তোমার ডাকে তুমিই তাদের মনের বল।


তোমার দিকে তীক্ষ্ণ নজর ক’রল তোমায় অন্তরীণ
ভেবেছিল থমকে যাবে বুঝল পরে অর্থহীন।
আজাদ হিন্দ ফৌজ গড়লে তুমি উঠল জেগে জনগণ
ক’রলে লড়াই ভিন্ন পথে দেশের জন্য জীবন পণ।


স্বপ্ন তোমার সফল হ’লো জেনেছিলে সবকিছুই
ভারতবাসী অন্ধকারে রোজ প্রভাতে চরণ ছুঁই।
যতই লোপাট করুক নথি আড়াল করা অসম্ভব
সত্য যা তা প্রকাশ পাবেই উন্মোচিত হবেই সব।