গুরুগম্ভীর গর্জনে কাঁপে ধরাতল
অঝোরে বরষা ঝরে ক্ষান্তি নেই তাঁর
পাকা ধান ডুবে গেছে প্রকৃতির মার
দুশ্চিন্তা ক্রমশ বাড়ে যত বাড়ে জল।
গৃহহীন গরীবের জীবন অচল
অপ্রতুল ত্রাণ তাই বাড়ে হাহাকার
সুযোগসন্ধানীদের আনন্দ অপার
লুটেপুটে খাবে ওরা আকুতি নিষ্ফল।


মানবিক বোধটুকু আকাশে বিলীন
কেহ বা খোয়ায় জমি কেহ আভরণ
জঠরাগ্নি নিবারণে ওরা নিরুপায়।
দীনেরা এভাবে হয় আরো বেশি দীন
সর্বাগ্রে বাঁচাতে হবে সবার জীবন
আকাশের পানে চেয়ে দিন কেটে যায় ।