নিহত গোলাপ


কোথায় হারিয়ে গেল মণীষা বাল্মিকী
দেখা তো যাবে না আর বিশ্বচরাচরে
সুদূর নক্ষত্রপুঞ্জে, অতল গহ্বরে
সমাপন করে কি সে নিজ প্রাত্যহিকী?
কল্পনাবিলাস নয়, নয় তা প্রতিকী
নিদারুণ বিষ-জ্বালা হৃদয় কন্দরে
জিহ্বাহীন, রুদ্ধ কণ্ঠ কম্পন অধরে
কশেরুকা ছিন্নভিন্ন শ্বাস ধিকিধিকি।


নির্যাতীত গোলাপের অকাল মরণ
বিচারের বাণী কাঁদে সবুজে সবুজে
প্রশাসন নির্বিকার শুধু আস্ফালন
প্রতিবাদী মুখগুলো কেন চোখ বুজে।
এভাবে না যেন ঝরে প্রভাত-কুসুম
তাহলেই নেবে কেড়ে সভ্যতার ঘুম।


#আজিত কুমার কর