********************************
               কোথায় গেলে মিলবে দেখা
                কোন জগতে এখন থাকো
                 বন্ধ তোমার পত্র লেখা।


                 কেন অমন ধূমকেতু হও
                মেঘের কোণে আড়ালে রও
                 হয়তো হঠাৎ রাতআকাশে
                  পুচ্ছ দিয়ে আঁকবে রেখা।


লক্ষ তারার ভিড়েও জানি ভুল হবে না চিনতে তোমায়
সেই আশাতেই নির্জনতায় রাতের পরে রাত কেটে যায়।
               ঢুলবো যখন রাত নিঝুমে
                 তখন অধর যাবে চুমে
               টের পাবো না একটুও তা
                 নিঃসঙ্গতায় কাটবে একা।
********************************