গীতি কবিতা
নিজেকে শুধরে নে
অজিত কুমার কর


নজর শুধু পরের দিকে নিজের দিকে তাকা
ওরে ও মন কেন অমন, ঘুরছে কলের চাকা।


ভাবিস কেবল আপন কথা
বুঝবি কবে পরের ব্যথা
ফাঁকি দেওয়া নয় রে সহজ
শাক দিয়ে মাছ ঢাকা।
নজর শুধু পরের দিকে নিজের দিকে তাকা
ওরে ও মন কেন অমন, ঘুরছে কলের চাকা।


গাড়ি-বাড়ি অর্থ আছে
খিদে ভীষণ তবু
ওরে ও মন এই চাহিদা
মিটবে না তোর কভু।


শুধরে নিতে পারিস এখন
পড়েই র'বে সমস্ত ধন
আজ থেকে তাই দরিদ্রকে দান করে যা টাকা।
নজর শুধু পরের দিকে নিজের দিকে তাকা
ওরে ও মন কেন অমন, ঘুরছে কলের চাকা।


© অজিত কুমার কর