নীলকণ্ঠ


সমুদ্রমন্থনে পান গরল আকণ্ঠ
স্বর্গ-মর্ত্যে সুবিদিত তিনি নীলকন্ঠ।
পরিবেশ থেকে বিষ শুষে জলাভূমি
তরুরাজি তাই করে বিশুদ্ধ মৌসুমী।
         ----------


প্রাকৃতিক ভারসাম্য


ভারসাম্য রক্ষা করে জল-জলাভূমি
আশ্রয় পেয়েছে কত ছোটো বড় প্রাণী
বৈচিত্র বজায় রাখা অতি প্রয়োজন
যথেচ্ছাচারের ফলে জীবনের হানি।