বাড়তি খাবার নির্দ্বিধায় দেয় ফেলে
         পাইনি সাহস বলবো তারে ডেকে,
অভুক্ত আজ আমি আমার ছেলে
         বলেই ফেলি আঁচলে মুখ ঢেকে।
দেখল শুধু আমার পানে চেয়ে
আঁধার নামে আমার আঁখি ছেয়ে।
সহজে কি পাষাণ হৃদয় গলে
        কথা শোনার তার কি সময় আছে,
'আসবি না তুই', এটাই গেল বলে
        পিছন ধরে এগিয়ে যাই পাছে।
ইতস্তত করছি তখন আমি
        প্রাণ বাঁচানো সবার চেয়ে দামি।


ভিখারিকে কেউ ডাকে না খেতে
        যাদের ডাকে তারা সবাই ধনী
অভ্যর্থনা লালগালিচা পেতে
       হাতে তাদের মহার্ঘ্য সব মণি।
কথার ঢেউয়ে কান্না পড়ে চাপা
ওদের কাছে এই আবেদন ফাঁপা।
আমরা গেলে আভিজাত্যে লাগে
        প্রবেশ পথে প্রহরী দেয় বাধা,
এক ধমকে ভিখারি দূর ভাগে
        পিষবে পায়ে বৃথা ব্যাকুল সাধা।
কত মানুষ বুভুক্ষায় যায় মরে
        হিসেবনিকেশ কেহই নাহি করে।


© অজিত কুমার কর