মনে হয় না মানুষ শ্রেষ্ঠ জীব
অমানবিক কর্মকাণ্ডে সর্বদা উদগ্রীব।


সকল কিছু ভূপ্রকৃতির দান
ধ্বংস করছে অরণ্যানী প্রত্যাশা খানখান।


সর্বগ্রাসী হিংস্র মনোভাব
অর্থ বলে অস্ত্র বলে যাপনের খোয়াব।


কত চুক্তি স্বাক্ষরিত হয়
রূপায়ন কি ঠিকমতো হয়, সন্দেহাতীত নয়।


শাসকশ্রেণির লুটার দাবি হক!
দুশো বছর তারা, এখন স্বদেশি শাসক।


সুইস ব্যাংকে ওসব টাকা কার?
মিথ্যা বুলি শুনছি কত, ফিরবে কবে আর।


প্রতিশ্রুতির বইছে যেন বান
নেতৃবৃন্দের কথার ঝাঁঝে বধির এখন কান।


ওদের জন্য অনেকানেক ফ্রি
পেট চালাতে আমজনতার সব কিছু বিক্রি।