এ কথা বলিবে কে বা চোখে চোখ রেখে
আপন চেহারা দেখ, নিজে তো উলঙ্গ!
অন্যেরে বলার আগে, অঙ্গ রাখ ঢেকে।


তোমার বিহনে আজি রিক্ত হ’ল বঙ্গ
না মেখে রোদ্দুরটুকু লুকোলে কোথায়?
নিম্নগামী তাপমাত্রা জল নিস্তরঙ্গ।


জিশুরা পথের মোড়ে আগুন পোহায়
চাহিদা অত্যন্ত কম অমলকান্তির
সারাদিন পরিশ্রম, খাবার না পায়।


নিত্যদিন দোষারোপ তূনভরা তীর
চরম জিঘাংসা দেখি এ যে সর্বনেশে
দূষণ মাত্রাতিরিক্ত বিষাক্ত সমীর।


নির্মল সাহিত্যচর্চা হারাবে কী শেষে
বড়দিন হ’ল ম্লান আজি নির্নিমেষে।