অমন করে ডাকিস কেন
কী হয়েছে তোর
আমাকে তুই বলতে পারিস
মুক্ত আমার দোর।


আমার মনে কষ্ট কত
বুঝবি কি তা তুই
‘ব্যথার ভারে ক্লিষ্ট আমি’
আয়-না তবে ছুঁই।


পরস্পরের মনের কথা
ক’রবো বিনিময়
একটু যদি সান্ত্বনা পাই
কষ্ট লাঘব হয়।


তুই তো বসে গাছের ডালে
আমি বারান্দায়
আয়-নে রে তুই গল্প করি
একটু কাছে আয়।