নিষ্ঠা-ভক্তিভরে পূজা
অজিত কুমার কর


সূর্যসোনা চুমু দিলেই উঠবে জেগে জবাফুল
প্রতীক্ষাতে রয় কুঁড়িরা আঁখিজুড়ে ঘুমের ঘোর
শিশিরফোঁটা জড়িয়ে বলে ঘুমোও এখন হয়নি ভোর
স্বপ্ন দেখে কে হবে আজ শ্যামা মায়ের কানের দুল?


পাখির কূজন বন্ধ এখন ছেড়ে গেছে সবাই নীড়
প্রভাত হবে খুব শিগগির পুবদিগন্ত হচ্ছে লাল
মেঘবলাকার পাখনাতে রং কী মনোরম প্রাতঃকাল!
স্নানের জন্য গঙ্গা নদীর ঘাটে ঘাটে জমছে ভিড়।


সাজি হাতে মালিনী যেই তোলার জন্য হাত বাড়ায়
সদ্য ফোটা কুঁড়িরা কয় এখনো তো হয়নি শেষ
এইতো সবে খেলা শুরু চতুর্দশী দিন বিশেষ
তুলে নিলেই আনন্দ শেষ বাতাস কিন্তু খেলতে চায়।


মালিনীর মুখ লাজে রাঙা থমকে দাঁড়ায় কিছুক্ষণ
একটু দূরে বসলো গিয়ে সাজি এখন শূন্য তাঁর
চোখের সামনে উঠল ভেসে চিন্ময়ী রূপ শ্যামা মা'র!
শুনতে পেল ফুলে ফুলে শুরু অলির গুঞ্জরণ।


ফুল না হলে হয় না পূজা কে দিয়েছে এই নিদান?
চিত্ত কলুষমুক্ত হলে ফুলের কীবা প্রয়োজন
দেবদেবী চায় নিষ্ঠা-ভক্তি, স্নিগ্ধ-পরিশুদ্ধ মন
মায়ের মুখে ফুটলে হাসি জুড়িয়ে যাবে সবার প্রাণ।


© অজিত কুমার কর