*              নিঃসীম নিস্তব্ধতা
                অজিত কুমার কর


    বিদায় নিয়েছে ফাগুন এখন চৈত্র মাস
   করোনার ভয়ে আতঙ্কিত, শঙ্কা সর্বনাশ।  
              ফুটে আছে পলাশ শিমুল
              কৃষ্ণচূড়া অশোক জারুল
দেখি বাতায়ন-পাশে বসে, ফেলি দীর্ঘশ্বাস।


শুনি পাখিদের গান, নেই কোনো কোলাহল।
              সব নীল গিলে খেল মেঘ
              বেড়ে যায় বাতাসের বেগ
  হয়ে গেল শিলাবৃষ্টি পথেঘাটে জমে জল
   ছিল পূর্বাভাস, কবে হবে জীবন সচল।