.              নোবেল পুরস্কার


নোবেল কমিটি পড়েছে কেবল ইংরেজি অনুবাদ
    গীতাঞ্জলির ছন্দ ও ভাষা, অপূর্ব আস্বাদ!
             শরীরে মননে জাগে শিহরন
             আমি নিশ্চিত, ঘটেনি তেমন
    ছত্রে ছত্রে চাঁপার সুবাস, মিষ্টতা বরবাদ।


   ছন্দ সুষমা বজায় থাকে না যখনি ভাষান্তর
কবির ক্ষেত্রে সেটাই ঘটেছে তবু এত সমাদর!
           বাংলা ভাষায় যাদের দখল
            নাগাল পেতেন সমুদ্রতল
   মূল রচনার ভাষায় বিজ্ঞ বিচারক বিস্তর।


                   ***


      ওরা দেশের ভবিষ্যৎ


  যতটা পারেন আপনি করুন
   শিশুদের শিরে ছত্র ধরুন।
         দেশের ভবিষ্যৎ
          নিশ্চয় সহমত
  সুপ্ত প্রতিভা ওরা নবারুণ।


যদি না আমরা হই মানবিক
তবে কে দেখাবে রাস্তা সঠিক?
       হবে ওরা বিকশিত
      জ্ঞানী গুণী শিক্ষিত
ওরাই দেশের ভাবী নাগরিক।


© অজিত কুমার কর