নদীই জীবনজীবীকা
অজিত কুমার কর


নদীমাতৃক দেশ আমাদের নদীই জীবনজীবিকা
নদীর বুকে নাও হাসিয়ে আওড়ে চলি গীতিকা।
ঢেউয়ের সাথে নৌকো দোলে ছলকে ওঠে তখন জল
তখন যেন বাজতে থাকে রুমঝুম ঝুম পায়ের মল।


নদীর পাড়ে বসতবাড়ি শীতল হাওয়ায় জুড়ায় প্রাণ।
মায়ের মতোই স্রোতস্বিনী যায় না ছেঁড়া প্রীতির টান।
সখ্যতা যে জন্মাবধি দিনে দিনে বাড়ছে যোগ
নদী জোগায় বাঁচার রসদ ক্ষেপে গেলে কী দুর্ভোগ।


নিম্নচাপের প্রভাব পড়ে সাগর থেকে নদীতে
এক লহমায় উলটপালট বেসামাল হয় ঘূর্ণিতে।
পরে আবার শান্ত হলে তখন দেখে সাগর চুপ
দেখে বোঝা যায় না আদৌ ক্ষণেক আগে রুদ্ররূপ।


হাতছানি দেয় বারেবারে এড়িয়ে থাকা অসম্ভব
গেলে মিলবে রূপালি মাছ ভুলিয়ে দেবে দুঃখ সব।
মেঘ জমলে সতর্ক তাই মাঝি খোঁজে কোথায় তীর
ফিরতে তখন হবেই হবে চটজলদি মনস্থির।


তবুও তো মাঝিরা হয় বিপর্যয়ের সম্মুখীন
লড়াই চলে ঢেউয়ের সাথে ওর কাছে তো মানুষ তৃণ।
নদী জীবন কাড়তে পারে দিতেও পারে সান্ত্বনা।
জীবন মানে সুখ শুধু নয় সইতে হবে যন্ত্রণা।।


© অজিত কুমার কর