*            ##নৈসর্গিক দৃশ্য##


                   নিস্তব্ধ নীরব
আকাশের বুকে শ্বেত শতদল, সবকিছু সম্ভব
      অসম্ভবের দুয়ার রুদ্ধ, শিল্পীর বৈভব
                 মহামিলনের স্তব।


                সব সঁপে সে নিঃস্ব
পাহাড়শীর্ষ ছুঁয়েছে আকাশ কী মনোরম দৃশ্য!
ঝকঝকে নীল অমল বিমল মেঘমালা অদৃশ্য
                খুঁজে ফিরি সাদৃশ্য।


                  তুষারঢাকা শৃঙ্গ
প্রবল শৈত্য খাদ্য অমিল নেই কোনো বিহঙ্গ
কলকাকলিতে ভরে না ভুবন পর্বত নিঃসঙ্গ
                  ওরা অন্তরঙ্গ।


               ধ্যান ভাঙাবে সূর্য
তাপাঙ্ক এবার বৃদ্ধি পাবে ওই বাজল তূর্য
পাহাড়ের রূপ তখন বদল মানিক বৈদুর্য
                প্রকৃতির চাতুর্য।


© অজিত কুমার কর