নর হলেই পুরুষ নয়


পৌরুষ না যদি থাকে কীসের পুরুষ
হাজার মুখের ভিড়ে ক'জন মানুষ।
উচ্চ শির দৃঢ়চেতা শৌর্য বীর্যবান
তাই হলেই পদবাচ্য জানাবে সম্মান।


পুরুষকারের জয় হবে সুনিশ্চয়
আপদে বিপদে পথে জোগাবে অভয়।
শারিরীক শক্তি দেখে হয় না বিচার
অন্তরে পাবে না খুঁজে শৌক্ল্য সত্যিকার।


মননে ও আচরণে পৌরুষ প্রকাশ
পাণ্ডিত্য লাগে না কাজে, বুদ্ধি একরাশ।
আদর্শ পুরুষ কোথা, জগতে দুর্লভ
শৈশব কৈশোর থেকে ছড়াবে সৌরভ।


সত্যবান, বামাক্ষ্যাপা, রামকৃষ্ণ, নল
উচ্চমার্গে বিচরণ সংকল্পে অটল।
পুরুষের পৌরুষত্ব, নারীর নারীত্ব
এ যে তাঁর অলংকার, শুচিস্নিগ্ধ চিত্ত।


উচ্চবিত্ত নিম্নবিত্ত করি ভেদাভেদ
খুঁজি না পৌরুষ তাঁর, কার শূন্য ক্লেদ।
সুবাস বিলায় পুষ্প প্রাণ যতক্ষণ
পৌরুষে সম্প্রীতি বৃদ্ধি মানী বিলক্ষণ।


#অজিত কুমার কর