ঘড়ির কাঁটা মিলে যেতেই উড়ল আতশবাজির ঝাঁক
রঙিন হলো রাতের আকাশ নতুন বছর দেয় যে ডাক।
আশার বেলুন উড়ছে কত পূরবে সবার মনস্কাম
নতুন বছর পথ দেখাবে ফুরিয়ে এলো অন্ত-যাম।


নতুন করে ভাবতে হবে কেমন করে চলবো পথ
প্রত্যাশাকে বাঁধতে হবে ছুটবে তবেই পুষ্পরথ।
চলার পথে রইবে কাঁটা থমকে গেলে চলবে না
বিকল্প পথ খুঁজতে হবে যা এতদিন নয় চেনা।


যে সব কাজে দুখ পেয়েছি করেছি যা স্ব-ইচ্ছায়
করার আগে ভাবতে হবে ভ্রান্তি হলে নিজের দায়।
সবার সাথে চলতে হবে সবাই সবার আপন জন
সম্প্রীতিটা বজায় থাকুক ধরার মানুষ চায় এখন।


আপন কৃষ্টি বজায় রেখে কর্মযজ্ঞে মাতবো সব
নতুন পোশাক পূজাপার্বণ বাঙালিদের মহোৎসব।
বসন্তকে বিদায় দিলাম নবীন তোমায় স্বাগতম
ফুল ফোটাবো সারা বছর করব তোমায় অনুপম।