নতুন সূর্য


সূর্য উঠল নবরূপে নবসাজে
মেঘ সরে গেছে আকাশের ইশারায়
অরুণ কিরণে চারিদিক ঝলমল
বাঙালির মন বলাকা হয়েই যায়।
রং তুলি ছাড়া এঁকে ফেলে এক ছবি
যে বারতা দিল আজকে প্রভাত রবি।


ঝরনার জলে আঁকা হল রামধনু
ওর রং নিয়ে মাখাব ও মেখে নেব
সাম্যের গান ফুটবে তবেই মুখে
সমবন্টন খুশিও বিলিয়ে দেব।
পক্ষির কাছে কত কী আছে শেখার
ততটুকু খায় যতটুকু দরকার।


সাগরের বুকে অন্য জীবনধারা
কেউ তো বলে না আরো চাই আরো চাই
মিলেমিশে ওরা আছে বেশ শান্তিতে
কখনো কী জলে কলহ শুনতে পাই।
জীবনযাপন হয় যদি সাদামাটা
ফুল হয়ে যায় পথের সকল কাঁটা।


© অজিত কুমার কর