ও গান আমি গাইতে পারি
অজিত কুমার কর


মোট বই রোজ প্যাসেঞ্জারের ক্ষীরাই  ইস্টিশনে
লাইনধারে ঝুপড়িতে বাস একান্তে নির্জনে।
বাক্সকিছু দশ টাকা নিই দিচ্ছ কেন বেশি?
এই স্টেশনে একাই আমি নেইকো রেষারেষি।


মোবাইলে বাজছে যে গান ওটা গাইতে পারি
তাহলে তুই গেয়ে শোনা বাক্সটা রাখ, ভারী।
কৃষ্ণচূড়ার তলায় গেলাম আমারা আগেপিছে
বাবু- আপনি বেঞ্চে বসুন বসছি আমি নীচে।


"মেঘের 'পরে মেঘ জমেছে' আঁধার করে আসে -
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।


তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।"


উঠুন বাবু এবারে যাই ট্রেনের সময় হলো
আমার গানটা শুনে বাবুর চক্ষু ছলোছলো।
কী করে তুই শিখলি এ গান সব কি শুনে শুনে
ঠিক বলেছেন বাবুমশাই আড়ালে তাল গুনে।


কাল সকালে পারবি যেতে থাকি হটেশ্বরে
কবিগুরুর জন্ম যে কাল পালন ঘরে ঘরে।
পৌঁছে গেলাম সকালসকাল আমি বাবুর বাড়ি
বসতে দিল আসন পেতে আমায় তাড়াতাড়ি।


পাড়ার যত ছেলেমেয়ে সবাই গেল  জুটে
ছড়া বলল নীলাঞ্জনা একরত্তি ফুটফুটে।
প্রথম সুযোগ পেলাম আমি পঁচিশে বৈশাখে
লাল করবী দিয়ে আমি প্রণাম জানাই তাঁকে।


© অজিত কুমার কর