*
‌        কেউ কি আমায় চিনতে পারো?
         যাতে তোমরা কেউ না হারো,
বলবো আমার নাম     বলবো কোথায় ধাম,          
          মিষ্টি মধুর ফল দিই আমি
              গাছটি হলো আম।


          ফুলের মেলা অঙ্গ জুড়ে
          মৌমাছিরা বেড়ায় উড়ে।
ভোমরা শোনায় গান    জুড়ায় আমার প্রাণ।
        ‌    মহানন্দে কাটে সময়
             বাতাসে পাও ঘ্রাণ।


            ধরবে এবার সবুজ গুটি
            পড়বে ঝরে একটি দুটি।
  বাড়বে কলেবর           বৃষ্টিতে তরতর।
            যখন দুলি গাছের ডালে
              পাই না মোটেও ডর।


‌          কাসুন্দি আর আমের আচার
            গ্রীষ্মে এটাই রসদ বাঁচার।
রসালো এই ফল        আনবে জিবে জল।
            পাকা আমের ম-ম গন্ধে
                 মন হবে চঞ্চল।