ও কোল যেন আবার পাই
অজিত কুমার কর


তোমার কোলেই আসব আবার
কেমন দস্যি ভালোই জান
ঠান্ডা করার জন্য শুধু  
দু'ঘটি জল আগেই আন।
মাখনভরা দুধের বাটি
না দিলে তো কান্নাকাটি
কুলুঙ্গিতে রেখে দিয়ো
মুড়ির মোয়া গুড়মাখানো।


তখন একদম ঠান্ডা বরফ
করব চালান হাঙর পেটে।
রান্নাঘরে তুমি যখন
উড়ু উড়ু অশান্ত মন
তোমার নজর এড়িয়ে আমি
পড়ব ঠিকই কখন কেটে
চাবি দিলেও কাজ হবে না
জরাজীর্ণ বাঁশের গেটে।


খেলে খেলে ক্লান্ত হলে
দুপুরবেলা ফিরব ঘরে
এবার জলে ডোবার পালা
অন্তত একঘন্টা ধরে।
রান্নাঘরে আসন পেতে
বাবার পাশে বসব খেতে
গরম-ভাতে ঘি-লেবু চাই
ঘৃত রাখি কৌটা-ভরে।


মুখ-হাত ধুয়ে ঘোরাঘুরি
শুধু মা খায় সবার শেষে।
খাবার পরে সুযোগ খুঁজি
ঘুমাল মা এবার বুঝি
ঠিকানা তো গাছের তলা
বেরোই কখন ছদ্মবেশে
ফাঁকি দেওয়া বড় কঠিন
শুয়ে আছি কোলটি ঘেঁসে।


মা গো আমার প্রণাম নিয়ো
কেবল কোলে আসতে দিয়ো।


                 -তোমার খোকা


© অজিত কুমার কর