*         ও রূপসি
      অজিত কুমার কর


কেউ তোমাকে দেখছে কিনা
  সেদিকে তো নেইকো মন,
চুল বেঁধো না থাকনা খোলা
   ছলকে পড়ুক ও' যৌবন।


   শিল্পী যখন এঁকেছিল
কোথায় ছিল তখন চোখ
  আঁচলটাও দেয়নি তুলে
আঁকার দিকে এমন ঝোঁক!


    শৃঙ্গ যুগল বশ মানেনি
পাখির মতো আজ স্বাধীন
   অক্ষিপটে ঘূর্ণি তুফান
   অনাবৃত কাঁকাল ক্ষীণ।


  সহস্র চোখ করছে জরিপ
     কস্তুরীময় কেন্দ্রমূল
    কটিবন্ধ-  কিসের ওটা
  অথৈ সাগর কোথায় কুল?