ওগো শেফালিকা
অজিত কুমার কর


শেফালি-সৌরভে মুগ্ধ বিশ্বচরাচর
প্রভাতের আগে তাঁর আশ্রয় ভূতল
কুড়িয়ে সাজিয়ে রাখি টেবিলের 'পর।


অনুপম চিত্রকলা পাত্রভরা জল
ভ্রমর পেল না স্বাদ কেমন নির্যাস
নিশীথে বাতাসে মেশে ওর পরিমল।


শরৎ এসেছে তাই হিমেল বাতাস
গুচ্ছ গুচ্ছ পেঁজা তুলো ভাসে নীলাকাশে
পথের দু'পাশে দোলে দুধ-সাদা কাশ।


ঘাসে ঘাসে হিম-ফোঁটা যেন মুক্তা হাসে।
অনিন্দ্যসুন্দর দৃশ্য যেদিকে তাকাই
তাই এত গুণগান কে না ভালোবাসে।


শেফালি যখন হাতে প্রিয়তিকে পাই
মালা দিয়ে সেতুবন্ধ কতদিন আগে
স্মৃতিপটে আঁকা ছবি তোমাকে পাঠাই।


কাঁসাই নদীর তীরে এক সন্ধ্যরাগে
চোখে চোখ দুজনার আকাশ রঙিন
জানি না আমার তরি কোন ঘাটে লাগে।


স্বপ্নে বিভোর ছিলাম সোনাঝরা দিন
কণ্টকিত পথ, নয় পুষ্পিত মসৃণ।