ওই আসে ওই আসে


ওই আসে ওই আসে
শিউলি সুবাস ভাসে
বাজল আলোর বেণু এবার আসবে উমা
ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ততা কৈলাসে।


মেঘোমালা সরে যাও
কাঁদিয়ে কী সুখ পাও
মায়ের কষ্ট হবে রোদ চাই ঝলমলে
মাত্র চারটে দিন একটু রেহাই দাও।


মা উমা আসে না একা
আকাশেই পাবে দেখা
লক্ষ্মী গণেশ কেতো সবার পিছনে সরো
আঁকা হবে ধরাতলে সকলের পদরেখা।


কদিন বাপের বাড়ি
তারপর দেবে পাড়ি
একটি বছর পর যে যার বাহনে চড়ে
সকলে এখানে আসে, উড়ে যাও তাড়াতাড়ি।


@অজিত কুমার কর