ওই বাগানে দাও পাঠিয়ে
অজিত কুমার কর


ফুল তুলি আর মালা গাঁথি
পরাই তোমায় মালা,
তারার মালা পরবো গলায়
দাও এনে এক ডালা।


অসাধ্য যে ও কাজ আমার
আকাশ কত তলা!
নাগাল পাওয়া বড়ই কঠিন
তাইতো তোমায় বলা।


তা না হলে দাও পাঠিয়ে
তারাদের ওই দেশে,
মিশে যাবো ওদের সাথে
শূন্যে র'ব ভেসে।


এ সাধ আমার পূর্ণ করো
এই মিনতি মাগো,
শুনছো না তো আমার কথা
জাগো, এবার জাগো।


ফুলের মতোই ফুটতে থাকে
রাত-আকাশে তারা,
আমার দুচোখ বেয়ে তখন
ঝরে অশ্রুধারা।


© অজিত কুমার কর