হিংসার উন্মত্ততায় কত কী হারাই
ধূলিতে লুটাল প্রাণ বুলেটের ঘায়ে
নয়নে শ্রাবণধারা শান্তি কোথা পাই
জনশূন্য রাস্তাঘাট হাহাকার বায়ে।
অনিষ্টের মূলাধার উদগ্র বাসনা
শানায় গোপনে অস্ত্র ঝাঁপাবে কখন
ছড়ায় হিংসার বীজ, বিষধর ফণা
মুহূর্তে রক্তাক্ত হয় সমাজজীবন।


অশান্তি হটাতে পারে শুধু মনুষ্যত্ব
অন্তরে জাগাতে হবে ন্যায় শুভবোধ
আলিঙ্গন পরস্পর চাই সৌভ্রাতৃত্ব
ধরার মানুষ নয় তেমন নির্বোধ।
গুজব উপেক্ষা করে ছড়াই বারতা
সহিষ্ণুতা প্রেম প্রীতি বন্ধন একতা।