অলি সনে ফুল-বনে
অজিত কুমার কর


কোথা যাস অলি আয় কথা বলি
বসে থাকি পথ চেয়ে,
আমি একা থাকি তাই তোরে ডাকি
শোনা তুই গান গেয়ে।


দূরে কেন যাবি কত ফুল পাবি
আমি নিজে করি চাষ,
জবা গাঁদা জুঁই মজা লুট তুই
র'বে আরো দুই মাস।


শুনে দয়া হলো তবে মাঠে চলো
আগে অলি আমি পিছে,
ওর দ্রুত গতি আমি ধীর অতি
অলি ওড়ে আমি নীচে।


ফুলে ফুলে উড়ে সারা খেত জুড়ে
ঘুরি আমি চার দিকে,
গায়ে রেণু মেখে ফিরে ফিরে দেখে
আলো হয়ে গেল ফিকে।


© অজিত কুমার কর