অলীক সাম্যবাদ
অজিত কুমার কর


দিবারাত্র কর্মব্যস্ত ওরা
নারী বলে মজুরিও কম
পুঞ্জীভূত অসন্তোষ মনে
এসমাজ নিষ্ঠুর নির্মম।


কাজে আছে নিষ্ঠা নিপুণতা
জীবন সৃষ্টির মূলে নারী
বঞ্চনা অপরিসীম তবু
ওরা নয় কম ডিগ্রিধারী।


চিত্র এক সারা বিশ্বজুড়ে
খণ্ডচিত্র মাঝেমধ্যে ফোটে
জাগো ঘুমন্ত আগ্নেয়গিরি
না গর্জালে পদাঘাত জোটে।


'সম অধিকার' 'সাম্যবাদ'
যেন মৃত দুটি শব্দবন্ধ
মুখে মুখে শুধু ফাঁকা বুলি
বিচারের দন্ডধারী অন্ধ।


আর নয় হয়েছে অনেক
ভেঙে ফেল কারার প্রাচীর
তা না হলে আমৃত্যু যন্ত্রণা
তূণ থেকে বের কর তির।


© অজিত কুমার কর