তোর তরে তাঁর পরানটা কান্দে
যাচ্ছে লিখে রোজ নিশীথে গোপনে লান্দে।


কর্ম করে মনের আনন্দে
গুনগুনায় রে কত ভ্রমর গায়ের সুগন্ধে।


মনে কি তোর এখনও দ্বন্দ্ব?
বোবা কালা জানি আমি, এখন কি অন্ধ!


ফুলকুঁড়িকে ধরে রে বৃন্ত
পারে না রে সর্বদা সে, ফুরোবে দিন ত।


ভেবে ভেবে তাঁর হৃদয় ভগ্ন
আপন বলে তার কেহ নাই, তোরেই নিমগ্ন।


মরীচিকা বাড়ায় বিভ্রান্তি
জল বিহনে বাড়তে থাকে চিত্তে অশান্তি।


দিস না রে তুই আর ওকে কষ্ট
প্রহেলিকার কুজঝটিকায় দেখিস না স্পষ্ট।


যা ছুটে যা, এটাই তো কৃষ্টি
আকাশও তাঁর সমব্যথী নামলো রে বৃষ্টি।