ওঠো, এবার ওঠো
অজিত কুমার কর


জাগিয়ে দিতে জানলা দিয়ে
রবিমামার উঁকি,
পড়বে কখন খেলবে কখন
ওঠো খোকা খুকি।


মা উঠেছে কখন ভোরে
বাবাও গেছে কাজে,
শীতের দোহাই আর দিয়ো না
এখন ছ'টা বাজে।


উঠেই দিদি লেপ সরিয়ে
ভাইকে দিল ঠেলা,
মা'র বকুনি ভাগ্যে আছে
এখন কত বেলা!


তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে
পড়তে বসে গেল,
খানিক বাদে ঘুগনি লুচি
দুজন মিলে খেল।


পৃথিবীতে কেউ বসে নেই
সবাই কর্ম করে,
সফল হলে হৃদয় হ'তে
খুশির রেণু ঝরে।


© অজিত কুমার কর