ও বেনে বউ
অজিত কুমার কর


ও' বেনে বউ, কোথায় যাবি
আয় এদিকে আয়
সরষে ফুলের রং মেখেছিস
মস্তকে নয় গা-য়।


পলক ফেলার আগেই ফুড়ুৎ
সর্বদা অস্থির
কাছে এলে মাথায় কেবল
মাখাবো আবির।


রঙের ভয়ে আসিস না তুই
বলনা সত্যি নয়
ফাগের রঙে মন রাঙাতে
কার না ইচ্ছে হয়।


তুই না এলে রই কেমনে
এখন ফাগুন মাস
লেজ দোলাবি দেখবো আমি
তারপরে তুই যাস।


© অজিত কুমার কর