পাইনি সাড়া
অজিত কুমার কর


উড়ছে ভ্রমর ফুলে ফুলে
ক্ষণে ক্ষণে উঠছো দুলে
ক্ষীরাই নদীর চরে,
জানাতেও গেলে ভুলে
চলে এলে এলো চুলে!
ফিরবে কখন ঘরে?


সবাই এখন ব্যস্ত কাজে
আপন সুরে নড়ছে পা যে
তাকাও এদিক পানে,
'কাদামাখা তোমার গা যে
কেন এলে এমন সাজে?'
এলাম তোমার টানে।


কাজ এখনো অনেক বাকি
তোমায় ছেড়ে কেমনে থাকি
ছোটো শীতের বেলা,
চাইনি আমি দিতে ফাঁকি
হাত লাগাবার জন্য ডাকি
নয়কো কাজে হেলা।


© অজিত কুমার কর