.                পদ্ম হয়ে ফোটে
                অজিত কুমার কর


  একুশ এলে মনটা যেন কেমন করে ওঠে
  বেঁধে রাখা কঠিন বড় ঢাকার পথে ছোটে।
             ভাষার জন্য জীবন দিল
           মায়ের আশিস কুড়িয়ে নিল
   মৃত্যুহীন প্রাণ একুশ এলে পদ্ম হয়ে ফোটে
দেশ বিদেশের কত মানুষ গভীর রাতেই জোটে।


  রাত্রি তখন ঠিক বারোটা লাখো লোকের সারি
দাঁড়িয়ে আছি ওই লাইনেই সামনে মশালধারী।
           হাতে আমার একটি গোলাপ
             চোখে মুখে বিষাদের ছাপ
    নতশিরে শ্রদ্ধা ছাড়া আর কী দিতে  পারি
   মনমুকুরে শহিদের মুখ হৃদয় আমার ভারী।


  শৃঙ্খলাবোধ দেখার মতো এগোই ধীরে ধীরে
ফুল না দিয়ে এখান থেকে কেউ যাবে না ফিরে।
             শহিদবেদির সামনে গিয়ে
             শ্রদ্ধা জানাই গোলাপ দিয়ে
    বেদির একটু ধূলিকণা নিলেম আমি শিরে
     ফিরে এলাম মৌনমুখে নয়নভরা নীরে।


© অজিত কুমার কর