*             পাখি উড়ে গেছে
              অজিত কুমার কর


  ভুল করেছো শাস্তি কড়া পুকুরে দাও ডুব
মন বোঝা কি অতই সোজা দুরূহ কাজ খুব।
          বাসলে ভালো হৃদয় দিয়ে
           হারিয়ে গেল ওটাই নিয়ে
ডাহুক পাখির মতো এবার একেলা গুবগুব।


   পড়েছিলে প্রেমের ফাঁদে পরকিয়ায় মন
   কৃতকর্মের ফলই এমন বুঝলে বাছাধন।
             বিবাগী হও পাহাড়ে যাও
             নিষিদ্ধ ফল কেন যে খাও
  খাঁচার পাখি দোর খুলেছে পস্তানি এখন!


   ভেবেছিলে পেয়ে যাবে ফুল বিছানো পথ
  পূরণ হবে অলির মতো তোমার মনোরথ।
            আদ্দিকালের ভাবনা ও'সব
              আত্মশ্লাঘা মিথ্যা গরব
প্রজাপতির দিকে নজর! খোঁজ এবার মথ।


   এখন তুমি দু'কূলহারা আপন কর্মফল
ফিরে তুমি পাবে না আর আগের মনোবল।
              একটুখানি ধৈর্য ধর
              ভেবেচিন্তে কর্ম কর
নিজের ওপর ভরসা রাখ ওটাই তো সম্বল।